নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আনোয়ারা উপজেলা এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার(২১আগস্ট) সকাল ১১টায় উপজেলা বন্দর শাহ মোহছেন আউলিয়া (রাঃ) তৈয়বিয়া সুন্নিয়া (এতিমখান) মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শিখর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন রিফাতের সঞ্চালনায়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহাতাব রুমির সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ ৮নং হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য এম.এ রশিদ,আনোয়ারা উপজেলা যুবলীগের সদস্য ও মেঘনা ব্যাংক আনোয়ারা শাখার অফিসার মোহাম্মদ আবচার,সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও দাতা সদস্য আবির হোসেন জাবেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বুলু,হযরত শাহ মোহছেন আউলিয়া (রাঃ) তৈযবিয়া সুন্নিয় মাদ্রাসার সুপারেন্টেট আমিনুল ইসলাম,উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদু ছামাদ রিপাত,যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়াংকা বড়ুয়া,দপ্তর সম্পাদক মেহরাজ আলী মুন্না,সংগঠনের আনোয়ারা শাখার পরিচালক মোঃ মহিউদ্দিন সহ সংগঠনের বিভিন্ন উপজেলার সদস্য বৃন্দ।
স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের ৩য় বর্ষপূতি এবং ৪র্থ বর্ষ পদার্পনে উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা,মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের একবেলা খাবারের ব্যবস্থা,বৃদ্ধাশ্রমে ৫০জনের খাবারের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।