সম্পাদকীয় কলাম
করোনা মহামারীর মধ্যেও দেশে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আবার কবে ফুটবল মওসুম চালু করা যায় তা নিয়ে চলছে আলোচনা। কাল এই নিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবদের সাথে সভা করে পেশাদার লিগ কমিটি।
সভায় প্রত্যেক ক্লাবই দ্রুত ফুটবলকে মাঠে ফেরানোর পক্ষে। তবে সমস্যা হচ্ছে গতবারের পারিশ্রমিক নিয়ে। কোনো কোনো ক্লাব তাদের ফুটবলারদের ৭০/৮০ ভাগ পারিশ্রমিক দিয়েছে। কিছু ক্লাবের ফুটবলারদের পাওনাও আবার ৬০/৭০ ভাগ। ফুটবলাররা তাদের এই বকেয়ার জন্য অনেক আগ থেকেই বাফুফের দারস্থ হচ্ছে।
অন্য দিকে ক্লাব গুলো গতবারের চুক্তি বহাল রেখে এবার আর নতুন করে দলবদলের পক্ষে নয়। তারা বড় জোর নতুন মওসুমের জন্য ৩০/৪০ শতাংশ পারিশ্রমিক দিতে চায় ফুটবলারদের। তাদের এই প্রস্তাবে ফুটবলাররা কি রাজী হবে। তা জানতেই আগামী মঙ্গলবারের মধ্যে ফুটবলারদের সাথে আলোচনায় বসবে পেশাদার লিগ কমিটি এবং ক্লাব গুলো। এতে সমাধান এলে ২৬ আগষ্ট জরুরী সভা ডেকে ২০২০-২১ মওসুমের দলবদলের তারিখ ঘোষণা করবে লিগ কমিটি। সভায় এই সিদ্ধান্ত।
সভাশেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়। পেশাদার লিগ কমিটি এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যাতে ক্লাব বা খেলোয়াড় কেউই ক্ষতিগ্রস্থ না হয়। তার মতে, খেলোয়াড়দেরও বুঝতে হবে গত মওসুমে তারা ৮০শতাংশ পারিশ্রমিক নিয়ে ম্যাচ খেলেছে মাত্র পাঁচটি। আমরা চাই খেলা যেন মাঠে গড়ায়।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার আরিফুল ইসলাম এবং উত্তর বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বক্তব্য, আমরা খেলা শুরুর পক্ষে। আমরা এমন ভাবে খেলতে চাই যাতে আগামী মওসুমে বৃষ্টির সময়টা এড়ানো যায়। এখন আলোচনার বিষয় ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে। যোগ করেন, আমরা তাদেরকে গত বছর যে পারিশ্রমিক দিয়েছি সে অনুপাতেতো ম্যাচ খেলেনি। আমরাতো নতুন করে তাদের নতুন সিজনের জন্য চুক্তিবদ্ধ করে পুরো পারিশ্রমিক দিতে পারবো না। এ জন্যই বসবো তাদের সাথে।