কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাভিড-১৯ রোগিদের স্বাস্থ্য সেবায় অক্সিজেন সিলিন্ডার, মিটার, স্ট্যান্ড ও মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন ইস্পাহানি গ্রুপ (ইস্পাহানি মির্জাপুর চা)। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাফর আলম এর হাতে এসব সামগ্রী তুলে দেন ইস্পাহানি গ্রুপের কর্মকর্তা যথাক্রমে সৈয়দ মোহাম্মদ সাদিক ও তাসবির হাকিম। এ সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদুল হক,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মাঈনুদ্দিন মোর্শেদ ও সাংসদ জাফর আলমের একান্ত সহকারী আমিন চৌধূরীসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাফর আলম বলেন, বাংলাদেশসহ বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবেলায় মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে চকরিয়ার জনগনের স্বাস্থ্য সেবায় চিকিৎসা সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ। এজন্য তাদেরকে আমি সাদুবাদ জানাই। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী সকলের সমন্বিত প্রচেষ্টায় কোভিড-১৯ মোকাবেলা ও জনগনের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যে কারণে এ রোগ চকরিয়ায় এখন অনেকটা হ্রাস পেয়েছে। দেশের এ ক্রান্তিলগ্নে কোভিট ১৯ মোকাবেলায় সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান সাংসদ জাফর আলম।
প্রসঙ্গত: ইস্পাহানি গ্রুপের চিকিৎসা সামগ্রী রয়েছে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মিটার, এন ৯৫ মাস্ক ও কে এন ৯৫ মাস্ক।