চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় অঞ্চল গহিরা বার আউলিয়া গ্রামের ৮ ও ৯নং ওয়ার্ডে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্হ অসহায়,দরিদ্র,কর্মহীন ১৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করল টিম রেইনবো।
আজ রবিবার (২৩ আগষ্ট) সংগঠনের সদস্যরা গহিরা বার আউলিয়া এলাকায় গিয়ে নিজ হাতে খাবার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্হিত ছিলেন টিম রেইনবো সংগঠনের ক্যাপ্টেন শাহেদ মাহমুদ,এডমিন আবিদ সায়েম,এডমিন রফিকুল ইসলাম রাফি,এডমিন ওবায়দুল হক মানিক, সদস্য আরমান হোসেন, ফয়েজ উদ্দিন, তাকিবুর রহমান, সাজ্জাদ মানিক,আব্দুল হাকিম, জাহিদুল ইসলাম জনি, তৌহিদুল ইসলাম লাবলু,দিদার হোসেন, রাফি,নিপাস দাশ,মিনহাজুল ইসলাম,হেফাজ উদ্দিন, রায়হান,ফাহিমসহ প্রমূখ।
জানা যায়, প্রতিদিন জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে বার আউলিয়া গ্রামটি।জোয়ারের পানির প্রভাবে ঠিকমত রান্না করে খাবারের ব্যবস্হা করতে হিমশিম খেতে হচ্ছে উক্ত গ্রামের মানুষদের।তাই খবর পেয়ে সামর্থ্য অনুযায়ী টিম রেইনবো পরিবার সহযোগিতায় এগিয়ে আসে।
টিম রেইনবো’র ক্যাপ্টেন শাহেদ মাহমুদ জানান, টিম রেইনবোর ৩য় ফুড প্রজেক্ট আমরা গহিরা জোয়ারের পানিতে আটকে থাকা মানুষদের মাঝে করতে পারায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জানায়।
টিম রেইনবোর প্রতিষ্ঠাতা রিয়াদুল আলম রিয়াদ( সৌরভ আলম) বলেন,
টিম রেইনবো অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য গঠন করা হয়েছে। যে কোন ভাল কাজে সহযোগিতা করতে টিম রেইনবো সবসময় প্রস্তুত।দোয়া করবেন যাতে আরও মহৎ কাজ আপনাদের সাথে নিয়ে টিম রেইনবো করে যেতে পারে।