নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মহারাজপুর মোল্লা বাজার এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মহারাজপুর মোল্লা বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া মুঞ্জুরুল আলম, জহুরুল ইসলাম, এন্তাজ, নুরুল ইসলাম, মোশারফসহ তাদের ১০ সহযোগির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই এলাকার মোঃ জাকির হোসাইন।
জাকির হোসাইন বলেন, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মহারাজপুর মোল্লা বাজারে হঠাৎ করেই মুঞ্জুরুল ও তার শশুর জহুরুল ইসলাম ধারালো অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে প্রায় ১০জন সহযোগি নিয়ে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের বিষয়ে কুটুক্তি থাকে। তাদেরকে কুটুক্তি বিষয়ে নিষেধ করায় এলাকাবাসীর উপরে উত্তেজিত হয়ে পরে। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে মোটর সাইকেল যোগে সকলেই পালিয়ে যায়। বর্তমানে বিবাদীগন মহারাজপুর মোল্লা বাজারে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অসৎ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং আমরা এলাকার লোকজন বিবাদীগনকে প্রতিহত করার চেষ্টা করলে বিবাদীগন আমাদের বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত মুঞ্জুরুল আলম অভিযোগ অস্বিকার করে বলেন, আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার চেষ্টা করা হচ্ছে মাত্র।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।#