পঞ্চগড়ের আটােয়ারীর পল্লীতে পুকুরের পানিতে ডুবে রুপক নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আলােয়াখােয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। রুপক চন্দ্র বর্মন (৯) ওই গ্রামের বরুন চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয়রা জানায়, রুপকসহ সমবয়সী প্রতিবেশী ৩ বন্ধু বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে বাড়ির পাশে পুকুরে গােসল করতে নামে। এসময় শিশু রুপক ও কৌশিক (৮) পুকুরের পানিতে তলিয়ে গেলে অপর বন্ধু নয়নের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কৌশিককে জীবিত অবস্থায় পুকুর হতে উদ্ধার করে। তার বর্ননা অনুযায়ী পুকুরের পানিতে তল্লাশী চালিয়ে অবশেষে রুপককে পুকুরের তলদেশ হতে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাকে দ্রুত আটােয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।
আটােয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাে: ইজার উদ্দীন পানিতে ডুবে ওই শিশুর মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। #