সারা বিশ্ব আজ করোনায় বিপর্যস্ত। প্রত্যেক দেশে তাদের সামর্থ অনুযায়ী চিকিৎসা দিয়ে যাচ্ছে করোনা রোগীদের। পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে স্ব স্ব দেশের সরকার। কিন্তু বাংলাদেশে করোনা রোগীদের চিকিৎসা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এদিকে অভিযোগ উঠেছে বর্তমান করোনা টেস্ট নিয়ে। করোনা টেস্ট ফি স্থানীয়দের ২০০ টাকা হলেও প্রবাসীদের জন্য তা ৩৫০০ টাকা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এর উপর দেশ চলে অথচ প্রবাসীরাই সব সময় বৈষম্যের স্বীকার হয়।
এক রেমিট্যান্স সৈনিক গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেছেন, আমরা বাংলাদেশী নাগরিক হয়েও কেন এতো বৈষম্যের স্বীকার হবো? প্রবাসীদের জন্য তৈরী করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও তৎসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কাজ কী? এই বৈষম্য দূর করার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।