দেশ প্রেমিক মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চকরিয়া উপজেলা কমিটি দুই বছরের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) বিকাল সাড়ে পাচটার দিকে মেহেরঘোনা নুর-এ কমিউনিটি সেন্টারে লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত এক বর্ধিত সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে চকরিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নুরুদ্দোজা সভাপতি, দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার চকরিয়া, আলীকদম উপজেলা প্রতিনিধি কে সাধারণ সম্পাদক করে ১১জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, প্রধান আলোচক লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা কফিল মাহমুদ, অনুষ্টানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি শহিদুল করিম শহিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালাম প্রমুখ। অনুমোদিত এ কমিটিতে, লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার বদিউল আলম, মাস্টার কামরুল হাসানকে সহ-সভাপতি, মনসুর আলম মিন্টু সহ-সাধারণ সম্পাদক, শামসুল আলম সাংগঠনিক সম্পাদক, তাওহীদুল ইসলাম তুশার সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ বেলাল উদ্দিন প্রচার সম্পাদক, মোঃ আব্দুল কাদের অর্থ সম্পাদক, মোহাম্মদ হাসান সোহেল সিনিয়র সদস্য, তারেক মনোয়ারকে সদস্য হিসাবে ঘোষণা করা হয়। এদিকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।