ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের একটি চৌকশদল এক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ফারুক হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। (২৮ আগস্ট) মধ্যরাতে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম এর নেতৃত্বে এস আই মনিরুজ্জামান, এসআই আব্দুল মান্নান, এস আই আব্দুল ওয়াহেদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদহ গ্রামে ফারুক হোসেন (৩০) পিতা- ইকবাল হোসেন এর বাড়ীতে অভিযান চালায়। এ সময় ফারুক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তার একতলা ভবনের ছাদের উপর ওঠে লাফ দিয়ে নিচে পড়ে যেয়ে তার বাম পায়ে আঘাত পায়। ফারুক এর বসত ঘর তল্লাশী করে ৩৭২ (তিনশত বাহাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪(চার) বোতল ফেন্সিডিল উদ্ধার করে কোটচাঁদপুর থানা পুলিশ। বর্তমানে ফারুক হোসেন পুলিশ প্রহরায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল জানান, আসামির নামে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।