বাগেরহাটের মোরেলগঞ্জে রিয়াজুল হাসান বায়েজিদ(৩০) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকরেছে পুলিশ। শুক্রবার ২৮ই আগষ্ট বিকাল ৫টার দিকে ফাঁড়ি পুলিশ সন্ন্যাসী বাজারে দোকান সংলগ্ন নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার উদ্ধার করে।
এ বিষয়ে রিয়াজুলেরবোন রুনা বেগম বলেন, রিয়াজুলকে খুজতে দোকানে গিয়ে দোতলায় অর্ধ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তারস্ত্রী ও একটি শিশু সস্তান রয়েছে। রিয়াজুলকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগকরেন বোন রুনা।
এ বিষয়েসন্ন্যাসী ফাঁড়ি পুলিশের আইসি এসআই নুরুল ইসলাম বলেন, রিয়াজুলের মরদেহ উদ্ধার করাহয়েছে। তার মৃত্যুর কারন জানতে লাশের পোষ্টমর্টেম করানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুমামলা রেকর্ড হয়েছে।