কক্সবাজারের চকরিয়ায় পন্য বােঝাই কাভার্ডভ্যানের চাপায় মােটরসাইকেল আরােহী দুই যুবক নিহত হয়েছেন। এ সময় ওই মােটরসাইকেলে থাকা অপর এক যুবক গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তারও মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানা যায়।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দা বাজার সংলগ্ন বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মাে. বশির আহামদের ছেলে আমজাদ হােসেন রিফাত (২০) ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে তারেক রহমান নিলয় (২০)। নিহতদের মধ্যে রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষ এবং নিলয় চট্টগ্রামের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয় অধ্যয়নরত ছিলেন। এছাড়া গুরুতর আহত অপর যুবকের নাম তানজিনুর রহমান (১৮)। পরে তিনি হাসপাতালে মারা যান। তিনি নিহত নিলয়ের ছােট ভাই।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, রবিবার দুপুরে হারবাং এলাকা থেকে তিন যুবক মােটরসাইকেল নিয়ে চকরিয়া পৌর সদরের চিরিংগায় যাচ্ছিলেন। তারা মােটরসাইকেল নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দা বাজার সংলগ্ন বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পন্য বােঝাই কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে আমজাদ হােসেন রিফাত, তারেক রহমান নিলয় ও তানজিনুর রহমান নামে ৩জন নিহত হয়। দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে এবং গুরুতর আহত অপর যুবককে হাসপাতাল প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয়।
ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান আরও বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক ও হেলফার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহত ৩ যুবককে আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।