বাগেরহাট জেলা মোড়েলগঞ্জ উপজেলা ৩ নং পুটিখালী ইউনিয়নের দীর্ঘ দিন যাবৎ একটি পুলের নিরব কান্নার অবসান হলো, যে পুলটি দিয়ে প্রতি দিন পার হয়ে শত শত কমল মতী ছাত্র – ছাত্রী স্কুলে যেতে হয়, শত শত লোক জন পার হয়ে ভাটখালী বাজারে আসা – যাওয়া করতে হয়। সেই পুলের বেশ কয়এক বছর যাবৎ করুন দশা, ইউনিয়ন আছে, জন প্রতিনিধি আছে শুধু নেই উন্নয়ন, পুটিখালী কৃতি সন্তানদের, উদ্যোগে গঠন করা হয় ৩ নং পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদ , মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি।ইতিপূর্বে এই শ্লোগানের ব্যানার বাজারে বাজারে লাগানো হয়েছিল, বৃক্ষ রোপন করা হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে সেই পুলটি , শ্রম জীবী কিছু প্রবাসী ও দেশের উন্নয়ন মূলক মনা সন্তান দের প্ররিশ্রমের একটি অংশ দিয়ে তৈরি হলো সেই কাঙ্ক্ষিত পুল, গত ২৯ আগষ্ট উদ্বোধন করা হয়, উদ্বোধন উপস্থিত ছিলেন, পুটিখালী উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদ আহবায়ক মোঃইকবাল হোসনে, মোঃ মিজানুর রহমান মিল্টন, উপদেষ্টা, মোঃ সোহাগ শিকদার সহ পুটিখালী উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের সদস্য বৃন্দ, তারা বলেন, আমাদের ইউনিয়ন আমরা গড়বো, সরকারি অনুদান ছাড়া ইউনিয়নের যেখানে সমস্যা সেখানেই থাকবো আমরা।মাদক মুক্ত সমাজ আমরাই গড়বো, আগামীতে এ ধরনের উন্নয়ন মূলক কাজে আমরা সহযোগিতা করবো বলে প্রতিশ্রুতি দিয়েছেন, জন প্রতিনিধি রা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েও কোন প্রকার উন্নয়ন মূলক কাজে আসেনি বলেও তারা বলেন।তাই ইউনিয়নে সকলের সহযোগিতা চেয়ে ও যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে সকলে ধন্যবাদ দিয়ে কাঠের পুলের উদ্বোধন অনুষ্ঠান শেষ করেন।