নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (৩১আগষ্ট) বিকেলে শিধুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাস বিপ্লব, যুগ্মসাধারন সাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ, ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কল্লোল ফাউন্ডেশন সাধারন সম্পাদক মিল্টন উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ধারাবারিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস ছালাম। আলোচনা সভা এবং দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।