নাটােরর গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নবাসীর সেবা করতে চান সমাজসেবক ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মাে: শাহ আলম মাষ্টার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শাহ আলম মাষ্টার নওপাড়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতােমধ্যে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তাকে নিয়ে চলছে বেশ তােড়জােড়। আগষ্ট মাস উপলক্ষে চাপিলা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে শােকসভা আলােচনা সভা ও দােয়া মাহফিলের আয়ােজন করা হয়েছে।
ইউনিয়নের সুধিসমাজ বলেছেন, চেয়ারম্যান হতে যেসব যােগ্যতা ও মন-মানসকিতা লাগে সে সবকিছুই আছে মাে: শাহ আলম মাষ্টারের মধ্যে।
উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আগামীতে ইউনিয়নবাসীর সেবক হতে চেয়ে ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যােগে করােনা দুর্যােগ ও বিভিন্ন উপায়ে ইউনিয়নবাসীকে সহযােগিতা করে আসছেন। এছাড়াও বিভিন্ন উৎসব ও দিবসে বিভিন্ন উপায়ে গরিব-দুঃখী মানুষকে সহযােগিতা করে আসছেন। প্রতিটি ঈদ ও ধর্মীয় অনুষ্ঠানে তিনি মানুষকে সহযােগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। করােনা মহামারীতেও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
এ বিষয়ে মাে: শাহ আলমের সাথে কথা হলে তিনি বলেন, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে এসেছি জনকল্যাণে নিঃস্বার্থ সেবা করার জন্য। তাই ছাত্রজীবন থেকে মানুষের সেবা করতে ভালােবাসি। তাইতাে জনসেবার স্বপে বড় হয়েছি, বাস্তবে তা করে যাছি। আমার কাছে এ ইউনিয়নের জনগণ যখন যে কােনা বিষয়ে সহযােগিতা চাচ্ছে, তা আমি আমার সাধ্য মতাে করে যাচ্ছি। তিনি বলেন, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চাপিলা ইউনিয়নবাসী আমাকে চাচ্ছেন। তাদের চাওয়াকে সম্মান জানিয়ে কাজ করছি।#