নাটোরের গুরুদাসপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। পৌর বিএনপির আহবায়ক মশিউর রহমান বাবলুর নিজ বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তেব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়ার মাহফিলে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্বার শান্তি কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে মোনাজাত করা হয়।