আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সওশত মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ২০১৮ সালে ২রা সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম পাঁচলাইশস্থ পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আনোয়ারুল ইসলাম খাঁন শওকত মিয়া ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খাঁন কায়সার এর ছোট ভাই এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও মহিলা এমপি ওয়াসিকা আয়েশা খাঁন এর চাচা।
এ উপলক্ষে চট্টগ্রাম চন্দনপুরায় মরহুমের বাসভবন ‘বংশাল বাড়ি’তে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত ফাতেহা পাঠ, বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ।