আনোয়ারা উপজেলার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২রা সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার শঙ্খ নদীর কোস্ট গার্ড এলাকা হতে তৈলারদ্বীপ সেতুর এলাকা পর্যন্ত বিভিন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা নির্বাহী কর্মকতার আগমনের খবর পেয়ে পালিয়ে যায় বলে জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান,কিছু অসাধু বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে থেকে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বালু উত্তোলনকারীরা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান,এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।