বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পঞ্চগড় পৌর বিএনপি।মঙ্গলবার সন্ধায় জেলা শহরের এক মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন তারা।
৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নছিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি, জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ্ব তৌহিদুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রনিক, যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আলহাজ্ব আবু তাহের, আব্দুর রহমান, আব্দুল হালিম, সাবেক ছাত্রদল নেতা মাহিদুল হাসান দিপুসহ পৌরসভার সকল ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শহীদ জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দ ও দেশবাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়।