আনোয়ারা উপজেলা গোবাদিয়া গ্রামে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজিত “গোবাদিয়া ফুটবল প্রিমিয়ার লীগ” টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ঠা সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাঙ্গাদিয়া মোহনা বাজার মাঠে অনুষ্ঠিত খেলায় গোবাদিয়া ইয়াং স্টার ফুটবল একাদশ ও গোবাদিয়া থ্যান্ডাস ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।
দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি নির্দিষ্ট সময় পর্যন্ত গোলশূন্য থাকে। পরে ট্রাইবেকারে গোবাদিয়া ইয়াং স্টার ফুটবল একাদশ জয়লাভ করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএফএল এমপ্লয়ীজ ইউনিয়নের(সিবিএ)সহ-সভাপতি আনোয়ারুল আজীম সবুজ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক লোহাগড়া শাখার অফিসার মোঃ এনামুল হক।এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পরিচালক এনাম খাঁন,তানজিম নিজু।