বঙ্গবন্ধু সাইবার ফোর্স কক্সবাজার জেলা,শাখার উদ্যোগে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক থানা আহ্বায়ক কমিটি গঠন কল্পে এক প্রস্তুতি সভা গত ২৫ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল।
বঙ্গবন্ধু সাইবার ফোর্স চকরিয়া উপজেলা আহবায়ক কমিটি গঠনকল্পে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় চকরিয়া থানা সেন্টারস্থ তৌহিদ কম্পিউটার সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাইবার ফোর্স কক্সবাজার জেলা শাখার আহবায়ক ম শ মুজিবুর রহমান, জেলা সদস্য ইয়াছিন আরাফাত মুন্না, জেলা সদস্য আব্দুল্লাহ আল হাসান,জেলা সদস্য আল আমিন ইমন, বঙ্গবন্ধু সাইবার ফোর্স চকরিয়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল মনসুর মোঃ মহসিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ ইলিয়াছ, নাঈমুল সিকদার, রিয়াজ উদ্দিন বাপ্পী, খোরশেদ আলম নাসীম, মীর কাশেম, ফজলুল করিম, শাহাদাত হোসেন, জাহেদুল করিম তারেক, মোহাম্মদ ইলিয়াছ, মোঃ ইব্রাহীম, তফসির আহমদ, জাহেদুল ইসলাম রুবেল,রায়খান শরিফ সহ চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের বঙ্গবন্ধু সাইবার ফোর্সের নেতৃবৃন্দ। উপস্থিত চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দদের সকলের সম্মতিতে একটি আহব্বায়ক কমিটি গঠনের রূপরেখা তৈরী করা হয়।
এই কমিটি যে কোন সময় ঘোষনা হতে পারে বলে নিশ্চিত করেন কক্সবাজার জেলা আহবায়ক ম শ মুজিবুর রহমান।