চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২টি পৃথক অভিযানে ১৫ বোতল বিদেশী ব্রান্ডের মদ ও ২০০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গোপণ সংবাদের ভিত্তিতে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি এসআই মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া আলম খান মেম্বারের বাড়িতে আসামী পারভেজের ঘরের আলমারির নিচের গর্তে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী ব্রান্ডের মদসহ আহম্মদ আলী পারভেজ(৫০) কে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।আহম্মদ আলী ওই এলাকার মোস্তাফিজুর রহমান খানের পুত্র।
অপরদিকে গতরাত (৫সেপ্টম্বর) শনিবার রাত ৮টায় বিশেষ অভিযানে এসআই ইকরাম উজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হাজীগাঁও সামশুল আলম এর দোকানের সামনে সড়কের উপর হতে ২০০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। আটককৃত ইয়াবা ব্যবসায়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রাম ইসলাম নগরের মোঃ রফিকের পুত্র আব্দুল করিম (৪৫) আটককৃত দুই মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে বিদেশী মদসহ একজন ও ইয়াবাসহ আরেকজনে আটক করা হয়েছে।এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চালান দেওয়া হয়েছে।