কক্সবাজারের পেকুয়ায় মনছুর আলম নানক নামের এক ছাত্রলীগ নেতার হাত-পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মনছুর আলম একই এলাকার মোঃ কালুর ছেলে।
মনছুর আলম বলেন, গত ৯ ফেব্রুয়ারি আমার দখলীয় জায়গা অবৈধভাবে দখলে নিতে চেয়েছিল স্থানীয় একটি চক্র। সেদিন তাদেরকে আমার জায়গা জবর দখলে বাঁধা দেয়ায় তারা সংঘবদ্ধ হয়ে আমিসহ আমার পরিবারের উপর হামলা চালায়। সেদিনের ঘটনা নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। ঐ মামলায় তারা কারাভোগ করে।কারাগার থেকে জামিনে বের হয়ে তারা আমাকে ও পরিবারকে হাত-পা কেটে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে অনবরত। আজ দুপুরে পেকুয়া সহকারি কমিশনার (ভূমি) মিকি মারমা মনছুর আলম নানককে দখল বুঝিয়ে দিতে গেলে মিকি মারমার সামনে তারা উছৃংখল আচরণ করে। পরে মিকি মারমা উভয় পক্ষকে কাগজ নিয়ে ভূমি অফিসে আসার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর পর পর তারা সংঘবদ্ধ হয়ে একই মামলার জেল ফেরত কামাল হোসেন, গিয়াস উদ্দিন, মোঃ আরিফ, রহিম উল্লাহ, মোঃ আতিক, আব্দুল মজিদ ও রশিদ আহমদসহ আরো কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আমি এবং আমার পরিবারের উপর হামলার চেষ্টা করে এবং যাবার সময় আমার হাত-পা কেটে নেওয়ার প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।