মিউনিসিপাল গভর্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) প্রকল্পের অধিনে চকরিয়া পৌরসভায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী পৌর মেয়র আলমগীর চৌধুরীকে সাথে নিয়ে তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কাজের গুনগতমান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের।
পরে পৌরসভার হলরুমে মেয়র আলমগীর চৌধূরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় এমজিএসপি প্রকল্পের অধিনে চকরিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র আলমগীর চৌধুরী। এ সময় এমজিএসপি প্রকল্পের পরিচালক শেখ মুজাক্কা জাহের পৌর কর্তৃপক্ষের কাজের অগ্রগতির জন্য পৌর মেয়রসহ সংশ্লিষ্ঠ সকলের ভূয়শী প্রশংসার পাশাপাশি পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজসমুহ সচ্ছতার সাথে দ্রুততম সময়ের মধ্যে শেষ করার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, প্যানেল মেয়র-১ বশিরুল আইয়ুব, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মছুদুল হক মধু, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর যথাক্রমে রাজিয়া সোলতানা খুকুমণি ও আঞ্জুমান আরা বেগম, পৌর সভার সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মৃণল বাবু ও শফিকুর রহমান এবং এমজিএসপি প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানসহ বিভিন্ন প্রকল্পের ঠিকাদার ও পৌরসভার কর্মকর্তাকর্মচারীগন উপস্থিত ছিলেন। #