নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষক মোশারফ হোসেনের একটি পুকুরের পাড়ে অবস্থিত ৩০০টি কলা গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মৃত-মকবুল হোসেনের ছেলে আব্দুল হাকিমের নামে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভুগি কৃষক।
ক্ষতিগ্রস্থ কৃষক মোশারফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার সন্ধার পরে প্রতিপক্ষ আব্দুল হাকিম শত্রুতা করে তার পুকুরের চার পাড় দিয়ে রোপন করা প্রায় ৩০০টি কলা গাছ কর্তন করে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি মাঝে মাঝেই তার পুকুরের গাছ কর্তন করে বলেও তিনি জানান। তবে গ্রাম্য সালিশে আগের ঘটনা গুলো মিমাংশা হলেও এই ঘটনার কোন প্রতিকার পাননি তিনি।
অভিযুক্ত ব্যক্তি আব্দুল হাকিম গাছ কর্তনের সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ কর্তন করার জন্য তিনি অনুতপ্ত। রাগের মাথায় গাছগুলো কর্তন করা হয়েছে। এই জন্য গ্রামের সবার কাছে ক্ষমা চেয়েছি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#