নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু অনিকের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসি। বুধবার সকালে শিশু অনিক তার জেঠাতো ভাই জিহাদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তার বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী গ্রামে। শিশু অনিক ওই এলাকার কৃষক মোঃ আমির হোসেনের এক মাত্র পুত্র সন্তান।
প্রতিবেশি মুসা খাঁ জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির সামনে আত্রাই নদীতে শিশু অনিক ও তার চাচাতো ভাই জিহাদ গোসল করতে গিয়েছিল। গতকাল থেকে রাজশাহীর ডুবুরি দল অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরে বিলহরিবাড়ী কবরস্থানের কাছে এলাকাবাসি শিশুটির লাশ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#