করোনার প্রকোপে কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ মানুষ। বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধির কৌটায় পিছিয়ে নেই চকরিয়া উপজেলা। এই বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে আলোর পথ দেখাতে কাজ করে যাচ্ছে চকরিয়া যুব পরিষদ।
অদ্য ১০ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার চকরিয়া যুব পরিষদ সভাপতি তানজিনুল ইসলাম’র সাথে আলোচনায় পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বৃহত্তর চকরিয়া উপজেলায় বেকারত্ব দূরীকরণ ও যুব নেতৃত্বের বিকাশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে চকরিয়া যুব পরিষদ। বেকারত্ব দূরীকরণে উক্ত সংগঠনের প্রতিটি উদ্যোগ সরকারের সাথে সম্পৃক্ত। আমরা যদি যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারি তবে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে দেশ। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরে অনন্য ভুমিকা রাখবে চকরিয়া উপজেলা।
মাতামুহুরি সাংগঠনিক থানার সকল ইউনিয়ন যুবদের চকরিয়া যুব পরিষদ’র সাথে থেকে প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। চকরিয়া যুব পরিষদ সভাপতি তানজিনুল ইসলাম জানান, চকরিয়া যুব সমাজকে বেকারত্বের ভয়াল থাবা থেকে বাঁচিয়ে আত্মকর্মে দক্ষ করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে আলোচনার মাধ্যমে মাতামুহুরি সাংগঠনিক থানার বিভিন্ন ইউনিয়নে গবাদিপশু মোটাতাজা করণ প্রশিক্ষণ, হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, সমন্বিত মৎস চাষ প্রশিক্ষণ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এই সকল প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ(যুব ও যুব নারী) নিজেকে দক্ষ আত্মকর্মী করে গড়ে তুলতে পারবেন।
প্রশিক্ষণ গ্রহনের পর উক্ত সার্টিফিকেট গ্রহনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর, কর্মসংস্থান ব্যাংক, কৃষি ব্যাংকের মাধ্যমে সহজশর্তে মূলধন সংগ্রহ করে নিজ নিজ কর্মে আত্মনিয়োগ করার সুযোগ পাবেন। সকলকে যুব কল্যাণে চকরিয়া যুব পরিষদ’র পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন, কার্যকরি কমিটি সদস্য মো: শাহিন ও নির্বাহি সদস্য রমিজ উদ্দিন রিপন।