মেয়ের জামাইকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ব্যক্তি। নিহতের নাম স্বপন মিয়া। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মমিনবাড়ি কৃষ্ণনগর এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে।
জানা যায়, স্বপন মিয়া বৃহস্পতিবার ভোররাতে মেয়ের জামাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচঁপুর ব্রিজে খুন হয়েছেন।
সোনারগাঁও পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাঁচপুর ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ মর্গে পাঠান।
প্রত্যক্ষদর্শী কাঁচপুর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী পুলিশকে জানায়, তিনি বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এক ব্যক্তিকে কাঁচপুর ব্রিজ থেকে রক্তাক্ত গলা চেপে ধরে দৌড়ে নিচে নামতে দেখেন। ব্রিজ থেকে নেমে হঠাৎ ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তার মৃত্যু হয়।
এসআই ইয়াউর রহমান প্রত্যক্ষদর্শীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামও একই তথ্য জানিয়েছেন।