নাটোরের গুরুদাসপুরে প্রবাসীর স্ত্রীর করা ধর্ষণ মামলায় সাঈদ নামে এক যুবককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালি কান্দিপাড়া গ্রামে ওই ধর্ষনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার চলনালি কান্দিপাড়া গ্রামের সৌদি প্রবাসী রানা আহম্মেদের স্ত্রী জলির সঙ্গে পাশ্ববর্তী এলাকা চরকাদহ গ্রামের ওসমান মন্ডলের ছেলে আবু সাঈদের অবৈধ শারিরীক সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ এক বছর যাবৎ প্রতারক প্রেমিক আবু সাঈদ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করে আসছিল। তাছাড়াও বিয়ের কথা বলে তার বর্তমান স্বামী সৌদি প্রবাসী রানা আহম্মেদকে তালাক দিয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রবাসীর স্ত্রীর শ^য়ং ঘরে আপত্তিকর অবস্থায় তাদের দুজনকে আটক করে এলাকাবাসী। আটক হওয়ার পরে প্রতারক প্রেমিক আবু সাঈদ পালানোর চেষ্টা করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ রুজু করে অভিযুক্তকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #