টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো দুইজনের মৃত্যু হয়েছে। দু’জনই টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হলো ৫৪ জনের।
নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন দুই হাজার ৯১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ২২৭ জন এবং চিকিৎসাধীন আছেন ৬৩১ জন।
টাঙ্গাইল সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে পাঁচজন, দেলদুয়ারে তিনজন, সখিপুরে পাঁচজন, মির্জাপুরে সাতজন, বাসাইলে একজন, ঘাটাইলে একজন এবং গোপালপুরে চারজন।