পেকুয়ায় চট্টগ্রামের উপকুলীয় বনবিভাগ ছনুয়া রেঞ্জ মগনামা বিটের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টার দিকে পেকুয়া উপজেলা চত্তরে চারা বিতরণ আনুষ্টানিক উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।
বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকুলীয় বনায়ন প্রকল্পের আওতায় বসতবাড়িতে চারা রোপণ ও বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপকুলীয় বনবিভাগ ছনুয়া রেঞ্জ অফিসার জুয়েল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ অফিসার আবদুল গফুর মোল্লা, মগনামা উপকুলীয় বনবিভাগের বিট অফিসার হোসনে মোবারক, সাংবাদিকবৃন্দ, উপকুলীয় বনবিভাগের কর্মচারীবৃন্দ। পেকুয়া উপজেলার রাজাখালী, মগনামা, উজানটিয়া ইউনিয়নের ১৫০ টি বসতবাড়ির মধ্যে নারকেল, তাল, সুপারীর চারাসমূহ প্রতি পরিবারে ২০টি চারা বিতরণ করা হয়।