বাগেরহাটের মোংলায় করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে থাকা বিভিন্ন পেশার ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এম,পি দেওয়া ত্রান ।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর)সকাল ১০ টায় মোংলা শ্রমিক সংঘ চত্বরে খুুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনায় সীমিতভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।আমরা আজ মোংলায় সকল নেতা কর্মীদের নিয়ে সীমিত আকারে বর্ধিত সভা করবো, সাংগঠনিক কর্মকান্ড কিভাবে এগিয়ে নিবো।তিনি আরো বলেন,সামনে যে কমিটি করা হবে সেখানে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের কোন স্থান হবেনা।
তিনি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম এর দ্রুত সুস্থতা কামনা করে সকলকে দোয়ার আহবান জানান।
করোনাকালীন দুর্যোগ মূহুর্তে দলের স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার(ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু শুনীল কুমার বিশ্বাষ,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা যুবলীগ সভাপতি ও ৪নং মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন,পৌর যুবলীগ সভাপতি এস,এম,কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।