চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনোয়ারা উপজেলা ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।গত (১৬সেপ্টেম্বর) বুধবার বৈরাগ ইউনিয়নের পরিষদ কার্যালয়ে এ সম্মালনা স্মারক তুলে দেন বৈরাগ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ রাম প্রসাদ মল্লিক,পরিবার পরিকল্পনার সহকারি শারমিন আকতার।এসময় আরো উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন পরিষদের সচিব জমির উদ্দীন চৌধুরী,উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবুসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
সম্মাননা স্মারক গ্রহনের পর চেয়ারম্যান মোঃ সোলায়মান সকলের কাছে দোয়া কামনা করে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আমার এ সফলতা আমাদের অভিভাবক বার বার নির্বাচিত সংসদ সদস্য,ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় এবং বৈরাগ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কে উৎসর্গ করলাম । ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাই এবং ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েমের সার্বিক সহযোগিতায় ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই।