চকরিয়া-পেকুয়ায় বজ্রবৃষ্টিতে দুইজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়ায় বজ্রপাতে মৎস্য খামারে কর্মরত এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম সাজিদ উদ্দিন (২৮)। সে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা মেন্নিপাড়া নিবাসী জনৈক আবদু ছমদের ছেলে। শনিবার রাত পৌঁনে ৯টার দিকে বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে। একইসময় শামিমুল ইসলাম নামের আরো এক খামার শ্রমিক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আহত শামিমের শরীরে বেশির ভাগ অঙ্গ বজ্রপাতে দগ্ধ হয়েছে। শামিম একই ইউনিয়নের দরবেশকাটা পশ্চিমপাড়া নিবাসী মো: জিকরিয়ার ছেলে বলে জানা গেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পাহাড়ি আলিমের জিরি নামক এলাকায় রাত ৯টার দিকে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ওই যুবকের নাম নেজাম উদ্দিন প্রকাশ মিয়া (৩২)। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বজ্রপাতে মৃত্যু হওয়া দুই যুবকের পরিবারে শোকের মাতম চলছে।
চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিস্তারিত আসছে–