সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে ফুলগাজী থানা চত্তরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
ফেনী জেলার ফুলগাজী থানা চত্তরে মঙ্গলবার বেলা ২ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কুতুব উদ্দিন।
কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অালী, উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, ফেনী জেলা শাখার অাহবায়ক অালী হাসান, সদস্য সাদ্দাম হোসেন রনি, শাখাওয়াত হোসেন, অামজাদ খান, রেহান উদ্দিন প্রিয়াস, অাব্দুল অাজাদ, বাবলু, জিসান ও মিনার প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার অালম সোহেল এর অাগে গত ৫ জুলাই থেকে ৩৩ টি জেলায় ভ্রাম্যমাণ গাছের চারা রোপণ ও বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা হেঁটে হেঁটে গ্রাম ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে বলেও জানান।