বাগেরহাট জেলা রামপালে বাংলাদেশ – ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরেরর একটি বাঁশের সাঁকোর সাথে গলায় ফাঁস লাগানো প্রভাত কুমার সিং (৩৭) নামের এক ভারতীয় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ সোমবার লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত ওই ভারতীয় নাগরিক প্রভাত সিং বিহার প্রদেশের গুরুদাসপুর জেলার বহমনী গ্রামের জনক কুমার সিংয়ের ছেলে। রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম বলেন, রবিবার রাতের কোন এক সময় কেন্দ্রের ভারতীয় ওই নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এটি আত্মহত্যা নিশ্চিত। তারপরও বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তিনি আরো বলেন, ওই ভারতীয় নাগরিক মাত্র এক মাস আগে এখানে এসেছে। পারিবারিক কোন বিরোধ আছে কিনা, সেটি ও খতিয়ে দেখা হচ্ছে।