পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মিন্টু (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে উপজেলা সদরের মাগুরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মিন্টু ঐ এলাকার ফজল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তার মা আনোয়ারা বেগম বাড়ির বাইরে যায়, মিন্টু বাড়িতেই ছিল। সন্ধ্যায় দিকে তার মা বাড়িতে ফিরলে ছেলেকে বিছানার পাশে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে ।এতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মিন্টুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ বলেন, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।