মুজিববষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৬সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বৈরাগ ইউনিয়ন পরিষদ হল রুমে কর্ণফুলী বন্দর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ আলোচনা ও মত বিনিয়ম সভা আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বন্দর পুলিশ ফাঁড়ি ইনর্চাজ আব্দুর রহিম,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন (কট্রোন্টার), বন্দর পুলিশ ফাঁড়ির এসআই তাজুল ইসলাম,মুজিবুর রহমান বুলু, আমিন মিয়া চৌঃ সহ এলাকার গনমান ব্যক্তিবর্গগন সহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।