পঞ্চগড়ের বোদা উপজেলায় টানা বৃষ্টির কারনে উপজেলার বোদা পৌর এলাকা সহ ১০টি ইউনিয়ন এর অনেক মানুষ এখন বন্যার কবলে।
টানা বৃষ্টিতে ঘরবাড়ি,রাস্তা ঘাটের ব্যাপক্ষ ক্ষতি হয়েছে। মাছচাষীদের পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। গরীব ও খেটে খাওয়া মানুষদের চরম দুঅবস্থা চলছে বলে তাদের সাথে কথা বলে জানা গেছে। অপরদিকে গতকাল শনিবার সন্ধ্যায় বোদা পাইলট স্কুল এন্ড কলেজ,বোদা সরকারি পাথরাজ কলেজ,বোদা মহিলা মহাবিদ্যালয় এবং সানন্দ কিন্ডার গার্টেনে বন্যা কবলিত মানুষজন আশ্রয় নিয়েছে। তাদের মাঝে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র শুকনা খাবার বিতরণ করেছেন।এ সময় আশ্রয় গ্রহণ করা জনজীবনের মধ্যে যারা অসুস্থ তাদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন ডঃজাহিদ হাসান আবাসিক মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বোদা।সে সময় উপস্থিত ছিলেন বোদা সরকারি পাথরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধি গণ।