কক্সবাজারের চকরিয়ায় বনাঞ্চলের ভিতরে রিয়াজ উদ্দীন(৭) ও রাজু আক্তার(১১)নামের আপন দুই ভাই-বোন,শিশুকে গলা এবং হাত,মাথা,পিঠে কুপিয়ে হত্যার চেষ্টা।
সোমবার (২৮সেপ্টেম্বর) সকালের দিকে খুটাখালীর মেদাকচ্ছপিয়ার বনাঞ্চলের ঘাটি রাস্তার মাথা নামক স্হানে এঘটনা ঘটেছে।তবে গুরুত্বর আহত দুই শিশুকে সকাল ১০টার সময় রক্তাত্ত অবস্হায় উদ্ধার করে জনতা।
জানা যায়,আহত দুই শিশু রিয়াজ উদ্দীন(৭) ও রাজু আক্তার(১১) চকরিয়া উপজেলার খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের গর্জনতলী গ্রামের দিনমজুর আব্দু ছবির ছেলে ও মেয়ে।
আহত শিশুর পিতা আব্দু ছবি জানান,আমি সকালে কাজ করার উদ্দেশ্য বাড়ী থেকে বের হয়।এ সময় আমার স্ত্রী মিনুআরা বেগমও মেদাকচ্ছপিয়া বনবিটের বন-নার্সারীর মালির কাজ করতে বের হয়ে যায়।মায়ের সাথে আমার দুই শিশু বের হয়ে গেছে।আমার স্ত্রী নার্সারীতে কাজ করছে।ঐসময় নার্সারীর পাশে বনাঞ্চলের ভিতরে তারা শুকনা ছোট লাকড়ি কুড়ানোর উদ্দেশ্য মায়ের কাজ থেকে সরে যায়।সরে যাওয়া এক ঘন্টার পরে শুনতে পেল ছেলে রিয়াজের গলা কাটা ও মেয়ে রাজু আক্তারের দুই হাত কাটা,মাথা কাটা,পিঠে কাটা অবস্হায় উদ্ধার করেছে জনতা।তবে আমার গলাকাটা ছেলেটি ছোটকি পেয়ে গলা চিবে ধরে ঘটনাস্হল থেকে পালিয়ে পাশের ঘাটি রাস্তায় এসে চিৎকার করলে,পথচারী ও পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেছে।পরে তাদেরকে দ্রুত মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।ডাক্তারদের কথামতে মেয়ের অবস্হা আশংকাজনক বলে জানিয়েছেন।
এবিষয়ে চকরিয়া থানার নবাগত ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন,ঘটনা শুনে আমি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি।ঘটনার আশু বিষয় এখনো পুরো জানতে পারিনি।তবু ঘটনার রহস্য ঊদঘাটন পূর্বক দোষীকে আইনের আওতায় আনতে ব্যবস্হা নেওয়া হচ্ছে।তাই মাঠে পুলিশ কাজ করছেন।