জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আশির্বাদ এবং পৌরসভার জনগণকে সাথে নিয়ে বড়াইগ্রাম পৌরসভাকে আধুনিক পৌরসভা গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাজেদুল বারী নয়ন। গতকাল রোববার মৌখাড়া থেকে নাজিরপুর রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- পৌরসভা প্রতিষ্ঠার ১৬ বছর অতিবাহিত হলেও বড়াইগ্রাম পৌরবাসী বিভিন্ন ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। পৌর এলাকার রাস্তা-ঘাট যেমন জরাজীর্ণ তেমনি জলাবদ্ধতা নিরসনে নেই কোন কার্যকর পদক্ষেপ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বড়াইগ্রাম পৌরসভায়। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আশির্বাদ নিয়ে বড়াইগ্রাম পৌরসভাকে একটি মডেল পৌরসভা গঠন করতে চাই। মাজেদুল বারী নয়ন বলেন, আমার জন্মই হয়েছে জনগণের সেবা করার জন্য, যতদিন বেঁচে থাকবো সুখে দুঃখে পৌরবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ। এর আগে তিনি বড়াইগ্রাম পৌরসভাকে গ্রীন এবং ক্লীন পৌরসভা গড়তে ২৭ দফা কর্মসূচী ঘোষণা করেন। ৬ নং চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভূট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।