বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ আনোয়ারা শাখার উদ্যোগে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কালা দীর্ঘির মোড়স্থ বেস্ট গার্ডেন কমিনিউটি ক্লাবে
সন্ধ্যা ৬টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে আনোয়ারা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ রোরহানুল ইসলাম রিপন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আলী আকবর চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য জামশেদুল ইসলাম জামশেদ,এরশাদ আলী সোহেল,চট্টগ্রাম দক্ষিণজেলা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আলম,আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ শাহেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আনসার মিয়া,মোঃ শাকিলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।