কক্সবাজারের চকরিয়ায় অবুঝ দুই শিশুকে নির্মমভাবে হত্যা চেষ্টার দায়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।যার থানা মামলা নং-৪০,জি,আর মামলা নং-৪০৩/২০২০ইং।
গত ২৯ সেপ্টেম্বর সকালে আহত শিশু পিতা আব্দু ছবি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকাল খুটাখালী গর্জনতলী-মেদাকচ্ছপিয়া ঘাটি রাস্তা মাথা নামক স্হানের বনাঞ্চল থেকে আমার ছেলে রিয়াজ উদ্দিন (৭) ও মেয়ে রাজু আক্তারকে গলা,হাতের কজ্বি,গায়ের বিভিন্ন অংশে কুপি হত্যার চেষ্টার সময় ছেলের সুচিৎকার স্হানীয় লোকজন টের পেয়ে রক্তাত্ত জখম অবস্হায় উদ্ধার তাদেরকে করেছে।কিন্তুু উদ্ধারে সময় এই ঘাতককে না দেখায় চিহৃিত করা হয়নি।বিধায় আহতের পিতা থানায় হাজির হয়ে অজ্ঞাত আসামী মামলাটি দায়ের করেছেন বলে উল্লেখ রয়েছেন।এইটি দায়েরকৃত এজাহার থেকে নেওয়া সংক্ষিপ্ত বর্ণনা।