নাটোরের গুরুদাসপুরে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাস কালাইসহ বিভিন্ন সবজি বীজ ও রাসায়কনিক স্যার বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে সবজি বীজ ও স্যার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস।
বুধবার সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) মো. আবু রাসেল। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ।
পরে ৩৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাইসহ সবজি বীজ ও রাসায়নিক সার তুলে দেন প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ।#