চকরিয়ার মাইজঘোনা স্টেশনের পূর্ব পাশে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে ১ জন নিহত এবং এক শিশুসহ ২জন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (ভুট্টু) (৪৩)। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া গ্রামের মোক্তার আহমদ চৌধুরীরকনিষ্ঠ পুত্র।
নিহত গিয়াস উদ্দীন (ভুট্টু) কয়েকবছর ধরে চিরিংগা সবুজবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
মহেশখালী থেকে চকরিয়ায় আসার পথে মাইজঘোনা স্টেশনের পূর্ব পাশে আজ সকাল সাড়ে ১০ টার দিকে ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে মর্মান্তিভাবে আহত হন। হাসপাতালে নেয়ার পর তাঁর মৃত্যু হয়।
তিনি চকরিয়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বিস্তারিত আসছে—-