বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সভা
ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে চকরিয়া পৌর শহরের গ্রীনচিলি কনভেনশন হলে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী (এডভোকেট)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ভূট্টো , শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মোস্তাক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি নাজেম উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন।
এর আগে দুপুরে চিরিঙ্গা বাইতুশ শরফ মসজিদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করা হয়।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।