নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেছেন আরিফুল ইসলাম বিপ্লবকে ভোট দিন গুরুদাসপুর পৌরসভার উন্নয়ন পাবেন। গতকাল গুরুদাসপুর বাজারে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আগামী পৌর নির্বাচনে আমার সমর্থিত আরিফুল ইসলামকে ভোট দিন এলাকার উন্নয়ন পাবেন। রাস্তাঘাটে জলবদ্ধতা লেগে থাকবেনা। রাস্তা অন্ধকার হয়ে থাকবেনা। রাস্তা সংস্কার করা হবে। বিপ্লব মেয়র নির্বাচিত হলে কোন প্রকার অন্যায়, অত্যাচার পৌরসভা থাকবেনা। আগামী পৌর নির্বাচনে বিপ্লবকে পৌর মেয়র নির্বাচিত করার জন্য নেতা কর্মিদের আহবান জানান।
তিনি আরও বলেন বিপ্লব ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সে কখনো জনগনের কল্যান ছাড়া কিছুই করবেনা। তার কাছে স্বজনপ্রীতি চলেনা। পৌরমেয়র হলে বিপ্লব একজন ন্যায় বিচারক হয়ে কাজ করবে।
বুধবার রাত ৮টায় গুরুদাসপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের সভপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী। এছাড়াও মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান আলাল শেখ, পৌর আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ প্রমুখ বক্তব্যে রাখেন। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#