উন্নত নাগরিক সেবা ও আধুনিক পৌরসভা গঠনে কাজ কাজ করতে চান ডা. মোহাম্মদ আলী। নিজ মহল্লায় গতকাল রাতে নির্বাচনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মো. আনোয়ার হোসেন, আব্দুস ছালাম, শফিকুল ইসলামসহ প্রমুখ।
গুরুদাসপুরে তফসিল ঘোষণার আগেই পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তরুন এই আওয়ামীলীগ নেতা।
চক্ষু চিকিৎক ডা.মোহাম্মদ আলী বলেন, চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতি করে মানুষের কাছে আছি। তাই মানুষের সেবা করার জন্য প্রার্থী হতে যাচ্ছি। জনসেবাকে ইবাদত মনে করি। জনসেবায় নিয়োজিত আছি এবং সেবায় নিয়োজিত রেখেছি। আমি অনেক দিন ধরেই মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আরও ব্যাপকভাবে মানুষের সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছি। পূর্বেও আমার পরিবার সব সময়ই জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমি মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে চাই। ভোটাররা আমাকে বিজয়ী করবেন। তিনি আরও বলেন শহরবাসী পরিবর্তন চায়। লাঘবদের হাত থেকে মুক্তি পেতে চায়। তাই উন্নত নাগরিক সেবা ও আধুনিক পৌরসভা গঠনে কাজ করার ইচ্ছা থেকে প্রার্থী হচ্ছি। আশাকরি জনগণ তাদের সেবা করার সুযোগ তৈরি করে দিবেন।#