নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি সহায়ক ও প্রতিবন্ধী আয়নাল হককে রাস্তা অবরোধ করে মারপিট করে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিয়োগ উঠেছে মানিক হোসেনসহ তার সহযোগিদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগি নিজেই বাদী হয়ে গুরুদাসপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত মানিক গোপিনাথপুর গ্রামের ছবের উদ্দিনের ছেলে।
ভুক্তভোগি আয়নাল হক জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে মৌখাড়া হাট হতে রসুন বিক্রি করে নাজিরপুর থেকে বাড়িতে যাওয়ার সময় দুধগাড়ী সানোয়ারের বাড়ির সামনে পৌছা মাত্রই তারা পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালায়। এসময় আমার পকেট থেকে রসুন বিক্রি করার ৪৫ হাজার ৭০০ টাকা ও আমার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। আমি বাধা প্রদান করলে মানিক আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে উক্ত আঘাতটি আমার বাম চালিতে লাগে। ওই সময়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে মামুন তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আমার ডান পায়ের গোড়ালীতে আঘাত করে জক্তত্ব জখম করে। আমার ডাকচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসি ও আমার আত্বীয় স্বজন আমাকে গুরুদাসপুর স্বস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে অভিযুক্ত মামুন ও সুমন বলেন, তাকে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখে কিছু কথা বলা হয়েছে। মারপিট কেন করা হয়েছে এমন প্রশ্ন করতেই তারা স্থান ত্যাগ করে চলে যান।
গুরুদাসপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #