চকরিয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘জিন এক্সপার্ট’ মেশিনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব জাফর আলম,এম,এ, এই মেশিনের উদ্বোধন করেন।
একটা সময় শুধু কফ এবং এক্সরের মাধ্যমে যক্ষ্মার রোগী শনাক্ত করা হতো। কিন্তু সেই পরীক্ষায় ৫০ ভাগ রোগী শনাক্তের বাইরে থেকে যেতো। এই অবস্থা পরিবর্তনে দেশে এখন জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মারোগী শনাক্তের কার্যক্রম চলছে। বেশির ভাগ রোগীই শনাক্ত হচ্ছেন এই পদ্ধতিতে। এটি চলমান থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা দূর করা সম্ভব হবে। এ জিন এক্সপার্ট মেশিন দিয়ে প্রতি ৪০ মিনিটে চারটি যক্ষার নমুনা পরীক্ষা করা যাবে।