নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি সহায়ক প্রতিবন্ধী আয়নাল হককে রাস্তা অবরোধ করে মারপিট করে ব্যবহৃত মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। ছিনতাই হওয়া টাকা এখনও উদ্ধার হয়নি। আসামীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও থানায় মামলা রেকর্ড হয়নি। এনিয়ে ভুক্তভুগির পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় থানায় আয়নাল হক নিজেই বাদী হয়ে তিনজনের নামে থানায় এজাহার দায়ের করেন।
ভুক্তভোগি আয়নাল হক জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে মৌখাড়া হাট হতে রসুন বিক্রি করে নাজিরপুর থেকে বাড়িতে যাওয়ার সময় দুধগাড়ী সানোয়ারের বাড়ির সামনে পৌছা মাত্রই পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত মানিক, সুমন ও মামুন অতর্কিত হামলা চালায় এবং মারপিট করে। এসময় তার পকেট থাকা রসুন বিক্রির ৪৫ হাজার ৭০০ টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। গুরুদাসপুর স্বাস্থ্যকমপেক্সে চিকিৎসা শেষে এখন তিনি বাড়িতেই অবস্থান করছেন। তিনি আক্ষেপ করে বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। আমি কি বিচার পাবোনা?
অভিযুক্ত মানিককে না পাওয়া গেলেও মামুন ও সুমন বলেন, তাকে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখে কিছু কথা বলা হয়েছে। মোটরসাইকেল কেড়ে নিলেও মারপিট ও টাকা নেওয়ার বিষয় সত্য না।
উপজেলা সহকারী কমিশনর (ভূমি) মো. আবু রাসেল বলেন, এঘটনায় উচ্চ মহলে অবগত করে থানায় মামলা করার নির্দেশ দিয়েছে। থানা মামলা নেয়নি এমনটি তার জানা নাই।
গুরুদাসপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়া হয়েছে। তদন্ত চলছেই।#,